বাংলাদেশে রাঙামাটি জেলার সীমান্তবর্তী সাজেক ও ভারতের মিজোরামের সিলসুরি এলাকায় একটি সীমান্ত হাট স্থাপনের বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
আজ সোমবার বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ভারতের মিজোরাম রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আর. লালথাংলিয়ানা মিজোরামের কনফারেন্স হলে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার প্রদানের সময় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, মিজোরামের সঙ্গে বাংলাদেশের উল্লেখযোগ্য বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক, নির্মাণ সামগ্রী, প্লাস্টিক ও খাদ্য পণ্যসহ চাহিদা মোতাবেক বিভিন্ন পণ্য মিজোরামে রপ্তানি করা সম্ভব হবে। সেখানে এ সকল পণ্যের বিপুল চাহিদা রয়েছে। একই সঙ্গে মিজোরামের পাথর, হলুদ, আদা, মরিচ ও বাঁশ ইত্যাদি বাংলাদেশে আমদানির সুযোগ সৃষ্টি হবে।
সাজেকে একটি বর্ডার হাট স্থাপনের ফলে মিজোরামের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী ও সম্প্রসারিত হবে বলেও তিনি উল্লেখ বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, নৌপথ ব্যবহার করে মিজোরামের সঙ্গে বাংলাদেশের পণ্য পরিবহন এবং বাণিজ্য বৃদ্ধির সম্ভাব্যতা যাচাই করা হবে।
টিপু মুনশি গত ২২ এপ্রিল মিজোরাম সফরে যান। মিজোরামের সঙ্গে বাংলাদেশের ৩১৮ কিলোমিটার সীমানা রয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে