এক দশকের মধ্যে প্রথমবারের মতো গ্রাহক কমল নেটফ্লিক্সের। চলতি বছরের প্রথম তিন মাসে ২ লাখ সাবস্ক্রাইবার হারিয়েছে স্ট্রিমিং কোম্পানিটি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো বড় বাজারগুলোতে গ্রাহক ফি বাড়ানো এবং রাশিয়া থেকে সেবা গুটিয়ে নেওয়ার কারণেই নেটফ্লিক্সের গ্রাহকসংখ্যায় এই পতন। এ ছাড়া অ্যামাজন ও অ্যাপলের মতো কোম্পানির পাশাপাশি ডিজনির মতো প্রচলিত ধারার বড় গণমাধ্যমও স্ট্রিমিং সেবায় বিনিয়োগ করায় তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে নেটফ্লিক্সকে।
চলতি বছরের প্রথম তিন মাসে নেটফ্লিক্সের গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি ১৬ লাখ। এটি গত বছরের শেষ তিন মাসের চেয়ে কিছুটা কম।
গ্রাহকসংখ্যা কমার খবর প্রকাশের পর নিউইয়র্কের পুঁজিবাজারে ২০ শতাংশ দর হারিয়েছে নেটফ্লিক্সের শেয়ার, যা এক ধাক্কায় কোম্পানির বাজারমূল্য ৩ হাজার কোটি ডলার কমিয়ে দিয়েছে।
নেটফ্লিক্স একটি আয়ের চিঠিতে বলেছে, ‘আমরা যতটা চাই, তত দ্রুত আয় হচ্ছে না।’
এর আগে ২০১১ সালের অক্টোবরে প্রান্তিকে গ্রাহক হারিয়েছিল নেটফ্লিক্স।
প্রযুক্তি সম্পর্কিত পড়ুন:
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে