২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা এপ্রিলে এবং এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সচিবালয়ে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২২ সালের পরীক্ষার জন্য ঘোষিত সিলেবাস অনুযায়ী হবে। আর ওই বছরের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ২০২২ সালের জন্য নির্ধারিত ১৮০ কর্মদিবসের পাঠ্যসূচি অনুসারে হবে। পরীক্ষা সব বিষয়ে হবে এবং পূর্ণ নম্বরে হবে।
তবে এ বছর জেএসসি পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান মন্ত্রী। মহামারির কারণে গত দুই বছর অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা হয়নি।
সাধারণত ফেব্রুয়ারিতে মাধ্যমিক এবং এপ্রিলে উচ্চমাধ্যমিক পরীক্ষা হলেও করোনাভাইরাস মহামারি সেই সূচি পাল্টে দিয়েছে।
২০২০ সালে করোনার সংক্রমণ শুরুর আগেই এসএসসির পরীক্ষা নিতে পেরেছিল সরকার। পরে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সে বছর আর এইচএসসি পরীক্ষা নেওয়া যায়নি। তার বদলে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন ফল দেওয়া হয়।
এ বছর এসএসসি পরীক্ষা ১৯ জুন থেকে এবং এইচএসসি পরীক্ষা ২২ আগস্ট থেকে নেওয়ার পরিকল্পনা সাজিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এবারও সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হবে না।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে