ছেলেদের টেস্ট ক্রিকেট একটা সময় ছিল ‘টাইমলেস’। পরে সেটি নেমে আসে পাঁচ দিনে। মেয়েদের টেস্টে সময়টা এক দিন কম। লাল বলে তাঁদেরও ম্যাচের দৈর্ঘ্য বাড়ানোর কথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। আইসিসির চলমান বৈঠক থেকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
দুই দিন আগে আইসিসি সদস্যদের নিয়ে দুবাইতে শুরু হয়েছে সভা। তবে আজকের বৈঠকটা হতে পারে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। মেয়েদের টেস্ট ক্রিকেট, সংস্করণ ও ভবিষ্যৎ সূচি নিয়ে আলোচনা হতে পারে। একটি সূত্রের খবর, মেয়েদের টেস্ট ক্রিকেট ম্যাচের সংখ্যা বাড়ানোয় গুরুত্ব দিচ্ছে আইসিসি।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে ২০১৯ সালের ১ আগস্টে। মেয়েদের ক্রিকেটেও টেস্ট চ্যাম্পিয়নশিপও চালু হতে পারে শোনা যাচ্ছিল। তবে বাস্তবতা সেই জায়গায় নেই। আপাতত মেয়েদের টেস্ট টুর্নামেন্ট হচ্ছে না। এ প্রসঙ্গে ক্রিকেটের ওয়েবসাইট ক্রিকবাজকে আইসিসির এক সদস্য বলেছেন, ‘না, মেয়েদের টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে এখনই আলোচনা হচ্ছে না। তবে মেয়েদের টেস্ট ক্রিকেটের কাঠামো নিয়েই আলোচনা বেশি হবে।’
আইসিসির সভায় উঠতে পারে আফগানিস্তানের ক্রিকেট-প্রসঙ্গ। দেশটির শাসকগোষ্ঠীতে এসেছে পরিবর্তন। দুই দশক পর তালেবানরা ক্ষমতায় ফেরার পর রশিদ-নবীদের খেলা নিয়ে আপত্তি না থাকলেও মেয়েদের ক্রিকেট নিষিদ্ধ করেছেন তাঁরা। দেশটির ক্রিকেট পরিস্থিতি নিয়ে কথা হতে পারে।
আইসিসির বৈঠকে এশিয়া কাপ টুর্নামেন্ট নিয়ে কোনো আলোচ্যসূচি নেই। তবে প্রতিযোগিতার ভেন্যু নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, এটার সুরাহা হতে পারে। কারণ, দুবাইয়ে আছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সব সদস্য দেশের প্রতিনিধিরা।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে