গ্রাহকের চাহিদা মেটাতে সারা দেশে ব্যবসার পরিধি বাড়াচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড ভাইব্রেন্ট। এর ধারাবাহিকতায় ঢাকায় অবস্থিত এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কে উদ্বোধন করা হলো ভাইব্রেন্টের ২২তম আউটলেট এবং প্রথম ফ্লাগ শিপ স্টোর। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মোল্লাহ এটি উদ্বোধন করেন। ভাইব্রেন্ট ইউএস-বাংলা গ্রুপের অন্যতম একটি প্রতিষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এবং ইউএস-বাংলা গ্রুপের বিভিন্ন কর্মকর্তা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভাইব্রেন্টের শো-রুমগুলোতে রয়েছে পরিবারের ছোট থেকে বড় সবার জন্য জুতাসহ বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। এ ছাড়া মানসম্মত ও আকর্ষণীয় হাজারেরও বেশি ডিজাইনের বিভিন্ন লাইফস্টাইল সামগ্রীর কালেকশন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে