বিগ টেক প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নীতিমালা তৈরিতে একমত হয়েছেন ইউরোপীয় আইন প্রণেতারা, যা প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া আধিপত্য রোধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বাজারে আধিপত্য বজায় রেখে প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করে আসছে। নতুন এই ডিজিটাল মার্কেটস অ্যাক্টের আওতায় গুগল ও অ্যাপলের মতো টেক জায়ান্টগুলো তাদের পরিষেবা এবং প্ল্যাটফর্ম অন্যান্য ব্যবসায়ের জন্য খুলতে বাধ্য হবে।
ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টি-ট্রাস্টের প্রধান মার্গ্রেথ ভেস্টেগার জানিয়েছেন, ‘আমাদের মূল লক্ষ্যই হচ্ছে ডিজিটাল মার্কেটপ্লেসের ন্যায্যতা ফিরিয়ে আনা। কারণ বড় প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ করে আসছে।’
নীতিমালা তৈরির ঘোষণাটি এখন পর্যন্ত টেক প্রতিষ্ঠানগুলোর জন্য নেওয়া সবচেয়ে বড় পদক্ষেপ, যা বিগ টেক প্রতিষ্ঠানগুলোর বাজারের আধিপত্য নিয়ন্ত্রণে লাগাম টেনে ধরবে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে