বর্তমানে বলিউডে সবচেয়ে চর্চিত হৃতিক রোশন ও সাবা আজাদের প্রেম। সম্প্রতি সাবা আজাদের সঙ্গে হৃতিকের ডিনার ডেটের পর আলোচনায় সরগরম নেট দুনিয়া। সাবাকে পরে দেখা গেছে হৃতিকের নিজ বাড়িতে, তাও আবার পরিবারের সদস্যদের সঙ্গে। এর পর থেকে গুঞ্জন আরও জোরদার হয়েছে এই তারকা জুটিকে নিয়ে। এমনকি হৃতিক-সাবা বিয়ে করতে চলেছেন বলেও খবর ছড়িয়েছে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, হৃতিক-সাবা নাকি তাঁদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে চাইছেন। আর এমন গুঞ্জন উসকে দিয়েছেন তাঁদের এক ঘনিষ্ঠ বন্ধু। ওই বন্ধু ইন্ডিয়া টুডেকে জানান, ‘হৃতিক রোশন ও সাবা আজাদ একে অপরের সঙ্গে অনেক বেশি জড়িত।
এ ছাড়া সাবাকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছে হৃতিকের পরিবার। তবে হৃতিক-সাবা গভীর সম্পর্কে থাকলেও, কেউই তাড়াহুড়ো করতে চান না।’
সাবার অভিনয় ও গানের সমঝদার হৃতিক ও তাঁর পরিবার। পরিবারের সদস্যরা ছাড়াও হৃতিকের সাবেক স্ত্রী সুজান খানের সঙ্গেও সখ্য রয়েছে সাবা আজাদের। দুই সন্তান রিহান ও রিধানের সঙ্গেও সুসম্পর্ক সাবার।
হৃতিক রোশন ও সুজান খান ছোটবেলার বন্ধু ছিলেন। ২০০০ সালে তাঁরা বিয়ে করেন এবং ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। এই খবরে বড় ধাক্কা খায় ভক্ত-অনুরাগীরা।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে