Alexa
সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

সেকশন

epaper
 

বিয়ে করতে চলেছেন হৃতিক-সাবা?

আপডেট : ১০ মার্চ ২০২২, ১৭:২৫

রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হচ্ছেন হৃতিক-সাবা ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া বর্তমানে বলিউডে সবচেয়ে চর্চিত হৃতিক রোশন ও সাবা আজাদের প্রেম। সম্প্রতি সাবা আজাদের সঙ্গে হৃতিকের ডিনার ডেটের পর আলোচনায় সরগরম নেট দুনিয়া। সাবাকে পরে দেখা গেছে হৃতিকের নিজ বাড়িতে, তাও আবার পরিবারের সদস্যদের সঙ্গে। এর পর থেকে গুঞ্জন আরও জোরদার হয়েছে এই তারকা জুটিকে নিয়ে। এমনকি হৃতিক-সাবা বিয়ে করতে চলেছেন বলেও খবর ছড়িয়েছে। 

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, হৃতিক-সাবা নাকি তাঁদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে চাইছেন। আর এমন গুঞ্জন উসকে দিয়েছেন তাঁদের এক ঘনিষ্ঠ বন্ধু। ওই বন্ধু ইন্ডিয়া টুডেকে জানান, ‘হৃতিক রোশন ও সাবা আজাদ একে অপরের সঙ্গে অনেক বেশি জড়িত।

এ ছাড়া সাবাকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছে হৃতিকের পরিবার। তবে হৃতিক-সাবা গভীর সম্পর্কে থাকলেও, কেউই তাড়াহুড়ো করতে চান না।’ 

হৃতিকের পরিবারের সদস্যদের সঙ্গে সাবা আজাদ। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া সাবার অভিনয় ও গানের সমঝদার হৃতিক ও তাঁর পরিবার। পরিবারের সদস্যরা ছাড়াও হৃতিকের সাবেক স্ত্রী সুজান খানের সঙ্গেও সখ্য রয়েছে সাবা আজাদের। দুই সন্তান রিহান ও রিধানের সঙ্গেও সুসম্পর্ক সাবার। 

হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদ হয় ২০১৪ সালে। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া হৃতিক রোশন ও সুজান খান ছোটবেলার বন্ধু ছিলেন। ২০০০ সালে তাঁরা বিয়ে করেন এবং ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। এই খবরে বড় ধাক্কা খায় ভক্ত-অনুরাগীরা। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  পঠিতসর্বশেষ

  এলাকার খবর

   
   

  নারীদের নিয়ে বিশেষ আয়োজন ‘ওয়াও বাংলাদেশ ২০২৩’

  ‘এবারের ওমরাহ বিশেষ’, কিসের ইঙ্গিত দিলেন সানা

  ‘পলিটিকস করে ছুটির ঘণ্টা ছিনিয়ে নিয়েছিলেন শাবানা’

  ইতিহাস গড়লেন বিয়ন্সে, সর্বোচ্চ গ্র্যামি জয়ের রেকর্ড

  চলে গেলেন ‘প্রেমের সমাধি ভেঙে’ গানের সুরকার আনোয়ার জাহান নান্টু

  এক সিনেমায় রজনীকান্তের সঙ্গে জ্যাকি শ্রফ

  চুরির অভিযোগে মারধরের পর তিন শিশুর চুল কেটে দিলেন মেয়র

  সংসদ সদস্য মোছলেম উদ্দীনের জানাজায় হাজারো মানুষ

  নারীদের নিয়ে বিশেষ আয়োজন ‘ওয়াও বাংলাদেশ ২০২৩’

  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে সরকার

  কুলাউড়ায় গণপিটুনিতে আহত যুবক মারা গেলেন হাসপাতালে