ময়মনসিংহের একুশে পদকজয়ী তিনজনের অর্জনকে বরণ করে নিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৫২ কিলোমিটার পদযাত্রা করেছেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল। গত সোমবার সকাল ৭টায় নগরীর পণ্ডিতপাড়ার ভাষাসৈনিক শামসুল হকের বাসভবন ও নাটক ঘর লেনের অধ্যক্ষ মতিউর রহমানের বাসভবনে শ্রদ্ধা নিবেদন শেষে হাঁটা শুরু করেন তিনি।
বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ভালুকা কলেজ মাঠে ভাষাসৈনিক মোস্তফা এম এ মতিনের সমাধিস্থলে গিয়ে পৌঁছান। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ বীর মুক্তিযোদ্ধা। এরপর উপজেলা পরিষদে আয়োজিত বইমেলায় গিয়ে শেষ হয় তাঁর পদযাত্রা। এ সময় সেখানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহমেদ ধনু ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনির হাতে জাতীয় পতাকা ও ফুল তুলে দেন বিমল পাল।
একুশে পদক জয়ী ময়মনসিংহের তিন গুণীজন হলেন প্রয়াত ভাষাসৈনিক মোস্তফা এম এ মতিন, সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান এবং সাবেক সাংসদ, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শামসুল হক।
এ আয়োজনের সমন্বয়কারী মতিউর রহমান ফয়সাল বলেন, ১৯৫২ সালের ভাষাশহীদ ও একুশে পদকপ্রাপ্ত গুণীজনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে বীর মুক্তিযোদ্ধা বিমল পাল ৫২ কিলোমিটার হেঁটে পদকপ্রাপ্তদের পরিবারের সদস্যদের হাতে জাতীয় পতাকা ও ফুল তুলে দিয়েছেন। এ যাত্রাপথে ভাষা আন্দোলনের গুরুত্ব ও ইতিহাস বর্ণনা করা হয়েছে পথের স্কুল, মানুষজনের মধ্যে। এ যাত্রায় ৫২ জনেরও বেশি স্বেচ্ছাসেবক বীর মুক্তিযোদ্ধার পাশে হেঁটেছেন।
বীর মুক্তিযোদ্ধা বিমল পাল বলেন, ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা এবং তিন গুণীজনের প্রতি সম্মান জানানোর পাশাপাশি আরও কয়েকটি উদ্দেশ্য নিয়ে ছিল এ পদযাত্রা। তার মধ্যে একটি, মাতৃভাষার সম্মান ও অধিকার রক্ষার দাবি। এ ছাড়া ভাষা দিবসের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং হাঁটার মতো স্বাস্থ্যকর চর্চাকে উৎসাহিত করতেই এ পদযাত্রা।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে