নওগাঁর পত্নীতলা উপজেলায় পর্নোগ্রাফি সরবরাহের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার আজমতপুর গ্ৰামের মহন কুমার মোহন্ত, তুহিন সরদার, ইছাপুর গ্ৰামের আমিনুর ইসলাম, ফারুক হোসেন, মেহেদী হাসান রাজু ও সম্ভুপুর গ্ৰামের মন্টু রাম।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক জাহিদুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার আমিনুল ইসলামের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় মাহমুদপুর বাজারে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পর্নোগ্রাফি সরবরাহের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় ৬টি মনিটর, ৬টি সিপিইউ, ৪টি কি-বোর্ড, ৪টি মাউস, ৯টি হার্ড ডিস্ক ও ১৮টি কেব্ল। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পত্নীতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পত্নীতলা থানার ওসি শামছুল আলম শাহ বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। র্যাব গ্রেপ্তার ব্যক্তিদের থানায় হস্তান্তর করেছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার (গতকাল) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে