অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান আগের থেকে তিনগুণ বাড়িয়েছে সরকার। এই অনুদান ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা পুনর্নির্ধারণ করে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ সরকারি কল্যাণ বোর্ডের ৩২ তম বোর্ড সভার সিদ্ধান্ত এবং অর্থ বিভাগের সম্মতি অনুযায়ী অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে। এই অনুদানের ব্যয় বাংলাদেশ সরকারি কল্যাণ বোর্ডের অনুকূলে বরাদ্দকৃত প্রচলিত বাজেট কোড থেকে নির্বাহ করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে