বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকচাপায় মোয়াজ্জেম হোসেন প্রামাণিক (৫৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোয়াজ্জেম জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চাপাগাছী হরিসারা গ্রামের মজিবর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা থেকে গরু বোঝাই ভটভটি নিয়ে বগুড়া দুপচাঁচিয়ার ধাপেরহাটে যাচ্ছিলেন মোয়াজ্জেম। পথে দুপচাঁচিয়ার ইসলামপুরে গরু বোঝাই ভটভটিকে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় ভটভটি থেকে সড়কে ছিটকে পড়েন মোয়াজ্জেম। সঙ্গে সঙ্গে ওই ট্রাকটি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোয়াজ্জেমের মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকটি জব্দ করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
দুপচাঁচিয়া থানার ওসি মো. হাসান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকচাপায় নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে