করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাপ্তরিক কাজের সময়সূচি এক ঘণ্টা কমানো হচ্ছে। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের সহকারী রেজিস্ট্রার রাশিদুজ্জামান খান টুটুল।
জানা যায়, অফিসের সময়সূচি আগের নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে শুরু হবে। শেষ সময় বিকেল সাড়ে ৪টার পরিবর্তে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলবে। আগামী ২৯ জানুয়ারি থেকে এ নিয়ম কার্যকর করা হবে।
এর আগে, গত শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের আলোকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ইবির আবাসিক হলসমূহ খোলা রেখে অনলাইনে ক্লাস এবং চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ সশরীরে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ও ভর্তির কার্যক্রম চলমান থাকবে বলে রেজিস্ট্রার দপ্তর থেকে জানানো হয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে