গোপালগঞ্জে গোপনে কথিত স্ত্রীর মরদেহ দাফন করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছেন চট্টগ্রাম রেলওয়ের উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম। এ সময় তাঁর অপর সহযোগী লিওন সাহাকেও আটক করা হয়। আজ সোমবার ভোরে গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে তাঁদের আটক করা হয়।
শাহ আলমের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার শাহদৌলতপুর গ্রামে। আর লিওন সাহার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামে। আর ওই নারীর বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত ওই নারীর নাম উম্মে সাইয়েদা (২৩)। শাহ আলমের দাবি, গত ১৩ জানুয়ারি তিনি ওই নারীকে বিয়ে করেছেন।
ওসি মনিরুল ইসলাম জানান, সোমবার ভোরে দাফন করার জন্য ওই নারীর মরদেহ গাজীপুর থেকে অ্যাম্বুলেন্সে গোপালগঞ্জ পৌর কবরস্থানে আনা হয়। এর আগে রাতেই কবর খুঁড়ে রাখা হয়।
পরে দাফন করতে গেলে কবরস্থানের রেজিস্ট্রার মিজানুর রহমান ওই নারীর আইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) অনুযায়ী পরিচয় জানতে চান। এ সময় পরিচয় দিতে অস্বীকৃতি জানায় রেলওয়ে কর্মকর্তা শাহ আলম ও তাঁর সহযোগী লিওন সাহা। তাঁরা কবর থেকে দ্রুত মরদেহ তুলে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদের জন্য ওই দুজনকে থানায় নিয়ে যায়। আর মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, ‘আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’
এ ব্যাপারে শাহ আলমের বলেন, লিওন সাহা নামে একটি ছেলের মাধ্যমে তিনি উম্মে সাইয়েদা (২৩) নামের ওই নারীকে ১১ দিন আগে বিয়ে করেন। দুদিন আগে হঠাৎ করে তাঁর মৃত্যু হয়। আগের পক্ষের স্ত্রী ও সন্তানদের কাছে এ বিষয়টি লুকানোর জন্য তিনি তাঁর সহযোগী লিওনের মাধ্যমে মরদেহ দাফনের জন্য গোপালগঞ্জ নিয়ে আসেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে