করোনার সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু করা বন্ধ করে দিয়েছে সরকার।
তথ্য অধিদপ্তর আজ রোববার এক তথ্যবিবরণীতে বলেছে, আগামীকাল সোমবার (২৪ জানুয়ারি) থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ২০২০ সালের ১৯ মার্চ থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছিল সরকার। দীর্ঘ ১৯ মাস পর গত ২৮ অক্টোবর থেকে সীমিত পরিসরে দর্শনার্থী পাস চালু করা হয়েছিল।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে