আরও একটা লো স্কোরিং ম্যাচ উপহার দিল বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ কাটল রানখরায়। দুই দলের কোনো দলই যেতে পারল না তিন অঙ্কে। বিস্ময়করভাবে এমন ম্যাচটাতেই কি না দেখা গেল রেণু ছড়ানো উত্তেজনা!
সিলেট সানরাইজার্সকে ৯৬ রানে গুঁড়িয়ে দেওয়ার পর জয়ের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে অপেক্ষা করতে হলো ১৯ ওভার পর্যন্ত। ইমরুল কায়েসের দল জিতবে কি না এ নিয়ে একটা পর্যায়ে জেগেছিল সংশয়। ৮৮ রানের মধ্যে ৮ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলে মোসাদ্দেক হোসেন সৈকতের সিলেট।
শেষ পর্যন্ত সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লার বিপিএলে প্রত্যাবর্তন হলো ২ উইকেটের জয় দিয়ে। হাতে অটুট ছিল আট বল। তবে মামুলি পুঁজি নিয়ে সিলেট যেভাবে লড়াই করেছে পিঠ চাপড়ে দেওয়ার মতোই। পুরো ম্যাচে তিনটি অতিরিক্ত রান দিয়েছে তারা। এর মধ্যে ম্যাচের শেষ দুই বলেই ওয়াইড দেন কেসরিক উইলিয়ামস।
টস হেরে ব্যাটিংয়ে নামা সিলেট সানরাইজার্স শুরু থেকেই ধুঁকতে থাকে। ভিক্টোরিয়ান্সের দারুণ বোলিংয়ের বিপরীতে সিলেটের আট ব্যাটার যেতে পারেননি দুই অঙ্কে। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন কলিন ইনগ্রাম। অবাক করার বিষয় হচ্ছে, ম্যাচে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক!
এ ছাড়া রবি বোপারা ১৭ ও সোহাগ গাজী ১২ রানে আউট হন। সিলেট তথা ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ‘মিস্টার এক্সট্রা’র পক্ষ থেকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স বোলাররা অতিরিক্ত ১৯ রান দিয়েছেন। অন্যথায় সিলেটকে আরও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো। কুমিল্লার পক্ষে দুটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম।
বোলাররা নাগালে বেঁধে রেখেছেন সিলেটকে। অথচ অল্প রান তাড়া করতে গিয়ে কি বেগটাই না পেতে হলো ভিক্টোরিয়ান্সকে। রানের জন্য ভালোই সংগ্রাম করতে হয়েছে তাদের। দলটির বেশির ভাগ ব্যাটার আউট হয়েছেন উইকেটে থিতু হওয়ার পর। কিন্তু ইনিংস বড় করতে পারেননি কেউ।
ক্যামেরন ডেলপোর্ট ১৯, মুমিনুল হক ১৫, ইমরুল কায়েস ১০, নাহিদুল ইসলাম ১৬, করিম জানাত ১৮ রানে আউট হন। আলোচিত বিদেশি ফাফ ডু প্লেসি সাত বলে ২ রান করেন। তবে অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন নাহিদুল।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট সানরাইজার্স: ৯৬ (১৯.১ ওভার)।
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ৯৭/৮ (১৮.২ ওভার)।
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: নাহিদুল ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ানস)।
টস: ইমরুল কায়েস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে