জয়পুরহাটের ক্ষেতলালে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের বালু বাগান গ্রামের পিকআপ চালক মাছুদ রানা (৩৫) ও গোমস্তাপুর উপজেলার দুর্লভপুর গ্রামের মনোরঞ্জন হাওলাদার (৩৬)।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নীরেন্দ্র নাথ মণ্ডল বলেন, প্রচণ্ড কুয়াশার মধ্যে আজ সকাল সাড়ে ৮টার দিকে জয়পুরহাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় বগুড়ার মোকামতলা থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়।
অফিসার ইনচার্জ আরও বলেন, গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা মাছ ব্যবসায়ী মনোরঞ্জন হাওলাদারকে বগুড়ার শজিমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে