সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে ওমানে শুরু হয়েছে লেজেন্ডস লিগ ক্রিকেট। বাংলাদেশের সাবেক দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক ও হাবিবুল বাসার শুরুতে ভিসা জটিলতায় যেতে না পারলেও টুর্নামেন্ট শুরুর দুই দিন পর তারার মেলায় যাচ্ছেন তাঁরা।
গত ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে লেজেন্ডস লিগ ক্রিকেট। টুর্নামেন্ট শুরুর আগের দিন রফিক-সুমনের যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় যেতে পারেননি তাঁরা। অবশেষে ভিসা জটিলতা নিরসনের পর গতকাল তাঁরা ভিসা পেয়েছেন। আজ দুপুরের ফ্লাইটে রওনা দেবেন লেজেন্ডস লিগ ক্রিকেট টুর্নামেন্টটিতে অংশ নিতে।
টুর্নামেন্টে অংশ নেওয়া তিন দল ইন্ডিয়া মাহারাজাস, এশিয়ান লায়নস ও ওয়ার্ল্ড জায়ান্টস। সুমন-রফিক খেলবেন এশিয়ান লায়নসে। আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্ডিয়া মাহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে এশিয়ান লায়নস। এর আগে প্রথম দুই ম্যাচের একটিতে জিতলেও অন্যটিতে হেরেছে তারা। পয়েন্ট তালিকার ভিত্তিতে সেরা দুই দল ২৯ জানুয়ারি ফাইনালে লড়বে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে