ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় থানা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল্লাহ আল মামুন (২৩), মো. নাসির হোসেন (৩৫), মো. হাসান (৩৭), মো. আল আমিন (৩০) ও রফিকুল ইসলাম (৩৫)। বাকি আসামিদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, চুরির মামলায় একজন, ডাকাতি মামলায় একজন, অন্যান্য মামলায় তিনজন, জিআর ও সিআর গ্রেপ্তারি পরোয়ানায় সাতজনসহ মোট ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে