মের্কের উদ্ভাবিত করোনার ওষুধ মলনুপিরাভির গরিব দেশের জন্য সুলভ মূল্যে তৈরির সিদ্ধান্ত হয়েছে। এখন এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ২৭টি কোম্পানি তা তৈরি করতে পারবে। ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হবে। আর তা বিক্রি করা যাবে ১০৫টি দেশে। জাতিসংঘের মেডিসিনস প্যাটেন্ট পুলের (এমপিপি) সঙ্গে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মের্কের এক চুক্তির ফলে এটা সম্ভব হয়েছে।
চুক্তি অনুযায়ী গরিব দেশের জন্য তৈরি এসব ওষুধের বিক্রি থেকে রয়্যালটি নেবে না মের্ক। ফলে পাঁচ দিনের একটি কোর্সের ৪০টি মলনুপিরাভিরের দাম পড়বে মাত্র ২০ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ১৭০০ টাকা। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে একই কোর্সের দাম ৭০০ ডলার বা প্রায় সাড়ে ৫৯ হাজার টাকা।
অনেক দেশে এরই মধ্যে ওষুধটির ব্যবহার শুরু হলেও ট্রায়ালে করোনার চিকিৎসায় ওষুধটি এতটা কার্যকর বলে প্রমাণ মেলেনি। তা ছাড়া এর পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে