রাজধানীর দক্ষিণখানে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বায়োজিদ আয়াজ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে শেরেবাংলা নগর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত যুবক দক্ষিণখানের কাওলা মধ্যপাড়া এলাকার মাস্টারবাড়ির হাজী আক্তার হোসেন রনির ছেলে।
এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিঞা আজকের পত্রিকাকে বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ২০ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি বায়োজিদ আয়াজ। শেরেবাংলা নগর এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ভুক্তভোগী ওই কিশোরী গত মঙ্গলবার বাদী হয়ে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণের অপরাধে মামলা করেন।
মামলার এজাহারের বরাত দিয়ে পরিদর্শক আজিজুল হক জানান, ভুক্তভোগী কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বায়োজিদ আয়াজ (২১) একাধিকবার ভুক্তভোগীকে ধর্ষণ করেন। সেই সঙ্গে ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তাঁকে ব্ল্যাকমেল করেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে