আফ্রিকার দেশ লাইবেরিয়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় পুলিশের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, লাইবেরিয়ার রাজধানী মনরোবিয়া গতকাল বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশজের মুখপাত্র মোসেস কার্টার বলেন, হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে।
এই দুর্ঘটনার কারণ এখনো বিস্তারিত জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে ফুটবল মাঠে জড়ো হয় মানুষজন। সেখানেই এই দুর্ঘটনা ঘটে।
২৬ বছর বয়সী প্রত্যক্ষদর্শী এমানুয়েল গ্রে এএফপিকে জানান, তিনি বেশ কয়েকটি মরদেহ দেখতে পেয়েছেন। ধর্মীয় অনুষ্ঠানের শেষের দিকে তিনি ভারী শব্দ শুনতে পান।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে