Alexa
মঙ্গলবার, ২৪ মে ২০২২

সেকশন

epaper
 

দুই পেঁচার ‘প্রি-ওয়েডিং ফটোশুট’

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৭:৩৮

গাছের চূড়ায় এক জোড়া পাখির ভালোবাসা। ছবি: টুইটার আজকাল বিয়ে শুধু এক দিনের অনুষ্ঠানের মাঝেই সীমাবদ্ধ নেই। বিয়ের অনুষ্ঠানের সঙ্গে আরও নানান আনুষঙ্গিক বিষয় যুক্ত হয়েছে। এর মধ্যে ‘প্রি-ওয়েডিং ফটোশুট’ একটি।

বিয়েকে কেন্দ্র করে মানুষের শখ-আহ্লাদের শেষ নেই। এবার মানুষ ছাড়াও পাখিদের ‘প্রি-ওয়েডিং ফটোশুট’ করতে দেখা গেছে! শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। তবে ভারতে এক ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়া ছবিটি দেখলে তেমনটি মনে হতেই পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের কেউ কেউ মজা করে বলছেন, এটি ছিল দুই পেঁচার ‘প্রি-ওয়েডিং ফটোশুট’!

এক জোড়া পেঁচার এমন ছবি নিয়ে নেটিজেনরা ভালোবাসা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগেরমাধ্যমে অনেকেই বিভিন্ন ক্যাপশন লিখে ছবিগুলো শেয়ার করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, গাছের ডালে দুটি পেঁচা পাশাপাশি বসে আছে। ছবিগুলো দেখলেই তাদের মধ্যকার ভাব-ভালোবাসা বোঝা যায়। দুই পেঁচার বিভিন্ন আঙ্গিকে তোলা এসব ছবি শেয়ার করছেন অনেকেই।

টুইটারে জোড়া পাখির ছবি শেয়ার করে আইএফএস কর্মকর্তা মধুমিঠা লিখেছেন, ‘আমার ধারণা, এটি প্রি-ওয়েডিং ফটোশুট।’

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের ভান্ডারায় ওই পাখি দুটিকে ক্যামেরায় বন্দী করেন অশ্বিন কেনকার। তিনি পাখি দুটিকে ‘ইন্ডিয়ান বার্ডস’ নামে উল্লেখ করে ফেসবুক পেজে শেয়ার করেন। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মেও মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ছবিটি নেটিজেনদের মন কাড়ে।  

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  শপথ নিল অস্ট্রেলিয়ার নতুন মন্ত্রিসভা 

  বিজেপির শাসন হিটলার-স্তালিনের চেয়েও খারাপ: মমতা

  আসামসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় নিহত ৩৯ 

  পশ্চিমবঙ্গ বিজেপিতে ভাঙন অব্যাহত

  তাইওয়ানকে রক্ষার প্রতিজ্ঞা যুক্তরাষ্ট্রের, কড়া প্রতিক্রিয়া চীনের 

  ইরানে বন্দুকধারীর গুলিতে কর্নেল নিহত

  ১৫০ হলো না লিটনের, প্রথম বলেই শেষ মোসাদ্দেক

  যত্নে থাকুক চুল

  মালদিনি-জাদুতে এসি মিলানের সিংহাসনে ফেরা

  যে ব্যথায় বন্ধু শুধু নিজে

  পদ্মায় জেলের জালে আটকা পড়েছে ২০ কেজির পাঙাশ মাছ

  পণ্য নিয়ে জাহাজ আটকা