লালমনিরহাটের পাটগ্রাম পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে।
নজরুল ইসলাম রবিনকে সভাপতি ও মিজানুর রহমান মানিককে সাধারণ সম্পাদক করে গত মঙ্গলবার রাতে এ কমিটি গঠন করা হয়। আগামী তিন বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে এক সভায় পাটগ্রাম পৌর শাখা কমিটির সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
কমিটির অনুমোদন দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা রাসেল ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন লিপু। পৌর শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে