মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়া খুব অল্প সময়ের মধ্যে ইউক্রেনে আক্রমণ চালাতে পারে। এই আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে। বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্লিঙ্কেন এই কথা বলেন।
যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিবিদ বলেন, ‘ইউক্রেনকে আসন্ন খারাপ দিনের বিষয়ে প্রস্তুত থাকতে হবে।’ ইউক্রেনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহায়তা অব্যাহত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে ব্লিঙ্কেন বলেন, রাশিয়া নতুন করে আক্রমণ চালালে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর আরোপিত অবরোধ নবায়ন করবে।
এদিকে ক্রেমলিন বলছে, ইউক্রেনকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনাকে কেন্দ্র করে তারা বরাবরের মতোই পশ্চিমা দুনিয়ার কাছে তার নিরাপত্তা বিষয়ে লিখিত নিশ্চয়তা চায়।
এদিকে আগামী শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে অ্যান্টনি ব্লিঙ্কেনের বৈঠক হওয়ার কথা রয়েছে। একে, বিশেষজ্ঞরা ‘প্রলয় আরম্ভ হওয়ার আগের সর্বশেষ সুযোগ’ বলে মনে করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ব্লিঙ্কেনের লক্ষ্য হলো কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রাশিয়াকে ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে রাজি করানো।
ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা বাড়ানোয় শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলো। যদিও মস্কো বলছে, ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা তাদের নেই।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে