বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে শঙ্কা। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৮২ হাজার জনের, যা গত দিনের চেয়ে ৪৪ হাজার জন বেশি। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪১ জনের, যা গত দিনের চেয়ে ১৩১ জন বেশি।
আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫.১৩ শতাংশে। এর আগে মঙ্গলবার শনাক্তের হার ছিল ১৪.৪৩ শতাংশ।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ পর্যন্ত ভারতে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে ৮ হাজার ৯৬১ জনের।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৭৯ লাখ ১ হাজার ২৪১ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৭ হাজার ২২৬ জনের।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে