জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাজ্য জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক লন্ডনপ্রবাসী কমিউনিটি নেতা আব্দুল হামিদ চৌধুরী (৬০) মারা গেছেন। সোমবার বিকেল চারটার দিকে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আব্দুল হামিদ চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল হামিদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। এক শোক বার্তায় মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনাও জানান তিনি।
আরেক শোকবার্তায় আব্দুল হামিদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ জানিয়েছেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে