এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রথম পছন্দ থেকে দল পাননি মাশরাফি বিন মুর্তজা। যদিও পরে প্লেয়ার্স ড্রাফট থেকে তাঁকে দলে ভেড়ায় ঢাকা। ফ্র্যাঞ্চাইজিটি শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালিকানাধীন থাকলেও পরে মিনিস্টার গ্রুপের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিনিস্টার ঢাকা নামে এবারের বিপিএলে খেলবে দলটি। আজ নিজেদের প্রধান কার্যালয়ে তাদের জার্সি উন্মোচন হয়েছে। সেখানে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবালরা থাকলেও কৌতূহলের কেন্দ্রে থাকা মাশরাফিকে দেখা যায়নি।
তবে ম্যাশকে নিয়ে আশার কথাই শুনিয়েছেন ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল। লম্বা সময় খেলার বাইরে থাকলেও বাংলাদেশের সফলতম অধিনায়কের ফিটনেস নিয়ে নতুন তথ্য দিয়েছেন তিনি। বলেছেন, ‘প্রথমত আমরা দেখব, সে শতভাগ ফিট কি না। সে আগেও আমাদের ম্যাচ জিতিয়েছে। এ বছর বিপিএল খেলতে সে ১০ কেজি ওজন কমিয়েছে।’
টুর্নামেন্টে ফিট মাশরাফিকে পেতে আশাবাদী বাবুল, ‘আমরা ওকে নিয়ে আশাবাদী। এ নিয়ে প্রশ্ন থাকার কথা নয়।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে