ধর্ম অবমাননা মামলায়ও রিমান্ডে নেওয়া হয়েছে ভারতের হরিদ্বারে গ্রেপ্তার হওয়া ধর্মগুরু যতি নরসিংহানন্দ গিরিকে। গত শনিবার নরসিংহানন্দকে নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হলেও এবার তাকে ধর্মীয় উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগেও রিমান্ডে নেওয়া হলো। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের উত্তরাখণ্ডের গাজিয়াবাদের দসনা মন্দিরের পুরোহিত যতি নরসিংহানন্দ গিরির উদ্যোগেই গত বছরের ১৭ থেকে ১৯ ডিসেম্বর হরিদ্বারে ‘ধর্ম সংসদে’র আয়োজন করা হয়েছিল। সেখানে মুসলিম সম্প্রদায়ের ওপর গণহত্যা চালানোর আহ্বান ও নারীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছিলেন নরসিংহানন্দসহ অন্যান্য আয়োজকেরা। তারই জেরে ২-৩টি মামলা করা হয়। সেসব মামলায় নরসিংহানন্দসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।
পুলিশ জানিয়েছে, নরসিংহানন্দকে নারী বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হলেও পরে তাঁর বিরুদ্ধে করা রিমান্ড আবেদনে ধর্মীয় উসকানি দেওয়ার অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, ধর্ম সংসদ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ১৫৩এ ধারা (ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান, ভাষার ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং সম্প্রীতি বিনষ্টে নেতিবাচক কাজ) এবং ২৯৫এ ধারায় (কোনো শ্রেণির ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে অন্যের ধর্মীয় অনুভূতিকে আঘাত করার উদ্দেশে ইচ্ছাকৃত ও বিদ্বেষপূর্ণ কাজ) অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে ‘ধর্ম সংসদ’-এ দেওয়া বিদ্বেষমূলক বক্তব্য ও উসকানির ঘটনায় যে কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়, তাদের মধ্যে নরসিংহানন্দ অন্যতম। একই মামলায় গত ১৩ জানুয়ারি উত্তরাখণ্ডের রুরকি থেকে ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র নারায়ণ ত্যাগী নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে