চট্টগ্রামের বাঁশখালীতে ফেসবুকে ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়ানোর অভিযোগে রবিউল আলম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গতকাল রোববার রাতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রবিউল আলম উপজেলার সাধানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দিদারুল আলম ঝুন্টুর ছেলে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল আলম স্বীকার করেছেন যে অভিযোগকারীর স্ত্রীর সঙ্গে তাঁর পূর্বপরিচয় ছিল। পরিচিত থাকার সুবাদে কৌশলে ওই নারীর কিছু ছবি তুলে তা নিজ মোবাইলে সংরক্ষণ করেন। পরে স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট করার জন্য ওই সব ছবি ফেসবুকে ছড়িয়ে দেন তিনি।
এ ব্যাপারে ওই নারীর স্বামীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে বাঁশখালীর সাধনপুর এলাকা থেকে রবিউল আলমকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, আসামি ওই নারীর পূর্বপরিচিত ছিল। এরই সুবাদে কৌশলে ওই নারীর সঙ্গে কিছু ছবি তোলেন তিনি। পরে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গ্রেপ্তারকৃত রবিউল আলমকে গতকাল রাতে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে