ধর্ষণের চেষ্টার পর ১০ বছরের এক শিশুকে কুয়ায় ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রামে। পরে ওই শিশুটি কুয়ার ভেতরে থাকা তার ধরে প্রাণে বেঁচে যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের সেহোরে জেলার ইচ্ছাওয়ার থানার দুধলাই গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের নাম রমেশ। তাঁকে আজ রোববার আমলাহা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় ওই শিশু টয়লেটে যাওয়ার জন্য বাইরে বের হয়। তখন অভিযুক্ত রমেশ তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই শিশুকে কুয়ার মধ্যে ফেলে দেয়। কুয়ায় ফেলার পর শিশুটি তার ধরে কোনোরকমে বেঁচে যায়। পরে বাড়িতে ফিরে ঘটনাটি পরিবারকে জানায়।
সেহোরে জেলার এসপি মায়াঙ্ক অবস্থি বলেন, একটি ১০ বছর বয়সী মেয়ে গতকাল সন্ধ্যায় টয়লেটে যাওয়ার সময় রমেশ নামে এক ব্যক্তি তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। পরে তাকে কুয়াতে ফেলে দেয়। মেয়েটি আমাদের ঘটনা সম্পর্কে জানায়। আমরা জানতে পেরেছি কুয়ায় থাকা তার ধরে সে প্রাণে বেঁচেছে।
পুলিশ জানায়, ওই শিশু ধর্ষিত হয়েছে কি না তা মেডিকেল পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে