রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ১৭ ও জেলা পুলিশ ৩২ জনকে গ্রেপ্তার করেছে।
গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘রাজশাহী মহানগরের বিভিন্ন থানা-পুলিশের হাতে গ্রেপ্তার ১৭ জনের মধ্যে ছয়জন পরোয়ানাভুক্ত আসামি। এ ছাড়া নয়জনকে মাদকসহ এবং দুজনকে অন্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১৩৫ গ্রাম গাঁজা, ১৭ গ্রাম হেরোইন, ২৫ বোতল ফেনসিডিল, ১৫ লিটার দেশি মদ ও ৩৫ পিচ ইয়াবা বড়ি উদ্ধার হয়েছে।’
জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, ‘জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের হাতে গ্রেপ্তার ৩২ জনের মধ্যে ২৬ জন পরোয়ানাভুক্ত আসামি। এ ছাড়া চারজনকে মাদকদ্রব্যসহ ও দুজনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১০০ গ্রাম গাঁজা, ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে