Alexa
শনিবার, ২২ জানুয়ারি ২০২২

সেকশন

epaper
 

আমার প্রশ্ন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১০:০৫

 প্রায়ই শিক্ষার্থীদের মনে আনাগোনা করে পড়াশোনা ও পরীক্ষাসংক্রান্ত নানাবিধ প্রশ্ন। ২০২২ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ‘আমার প্রশ্ন’ বিভাগে এমন কিছু প্রশ্ন পাঠিয়েছেন এবং এসব প্রশ্নের উত্তর দিয়েছেন রাজউক উত্তরা মডেল কলেজের প্রভাষক শামীমা ইয়াসমিন

প্রশ্ন: আমার হাতের লেখা ভালো না, আমি কি এখন পরীক্ষায় কম নম্বর পাব?

অমি, ষষ্ঠ শ্রেণি, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়

উত্তর: অমি, হাতের লেখার ওপর কোনো নম্বর নেই। প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখার ওপর নম্বর নির্ভর করে।

প্রশ্ন: আমার সারা দিন প্রচুর ঘুম আসে। আমি রাতের বেলা চাইলেও পড়তে পারি না। এ ক্ষেত্রে কী করতে পারি?

তাসনিম, দ্বাদশ শ্রেণি, হলিক্রস কলেজ

উত্তর: তাড়াতাড়ি ঘুমিয়ে তাড়াতাড়ি ওঠার অভ্যাস করো। রাতে ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমালে দিনে আর ঘুমের প্রয়োজন হবে না এবং প্রফুল্লচিত্তে পড়তে পারবে। দিনের বেলায় পড়া রাতের চেয়ে অনেক উত্তম।

প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে সৃজনশীল অংশে পূর্ণ নম্বর কীভাবে পাব?

আসিফ, সপ্তম শ্রেণি, গভ. ল্যাবরেটরি হাইস্কুল

উত্তর: সৃজনশীল প্রশ্নে ভালো নম্বর পেতে হলে

‘ক’ নম্বরের জন্য এক শব্দের পরিবর্তে এক লাইনে উত্তর করতে হবে। যেমন রাষ্ট্রের উপাদান কয়টি? এই প্রশ্নের উত্তরে এক শব্দে চারটি লিখলেও উত্তর হবে, কিন্তু এক নম্বরের মধ্যে এক নম্বর দিতে পরীক্ষকের একটু কষ্ট হবে। তাই রাষ্ট্রের উপাদান চারটি এভাবে এক লাইনে লিখলে পরীক্ষক আনন্দের সঙ্গেই এক নম্বর দেবেন।

‘খ’ নম্বর প্রশ্নটি অনুধাবনমূলক; তাই এটি দুই প্যারায় লিখলে পূর্ণ নম্বর পাওয়া যাবে, অর্থাৎ ২-এ ২ পাওয়া যাবে।

‘গ’ নম্বর প্রশ্নটি প্রয়োগমূলক। এ প্রশ্নের উত্তরের শুরুতেই উদ্দীপকে কী বোঝাতে চেয়েছে, সেটা লিখতে হবে দ্বিতীয় প্যারায় সেটার সঙ্গে বইয়ের যে তথ্যের সংশ্লিষ্টতা রয়েছে, সেটা বুঝিয়ে লিখতে হবে। এ প্রশ্নের উত্তর উদ্দীপকটি ভালো করে বুঝে নিয়ে লেখা সম্ভব। পূর্ণ নম্বর পাওয়ার জন্য উত্তর তিন বা চার প্যারায় বা পয়েন্ট করে লেখা যেতে পারে।

‘ঘ’ নম্বরের প্রশ্নের উত্তর চারটি অংশে বিভক্ত। প্রথম অংশে দুই থেকে তিন লাইনের মধ্যে প্রশ্নে কী জানতে চেয়েছে, সেটা লিখতে হবে। দ্বিতীয় প্যারায় সেটা বুঝিয়ে দিতে হবে। তৃতীয়াংশে উত্তরের সঙ্গে বইয়ের তথ্যের সংশ্লিষ্টতার প্রমাণ করতে হবে বা ব্যাখ্যা করতে হবে। চতুর্থ অংশে তোমার প্রশ্নের উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে, ব্যাখ্যা করতে হবে বা উত্তরটি তোমার সাপেক্ষে বিশ্লেষণ করতে হবে। প্রতিটি অংশের জন্যই রয়েছে পৃথক পৃথক নম্বর। তাই ৪-এ ৪ পেতে হলে তোমাদের এ প্রশ্নের উত্তরটি কমপক্ষে চারটি অংশে বিভক্ত করে লিখতে হবে অথবা পয়েন্ট করে লিখতে হবে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  এগারো বছরেও শেষ হয়নি খুলনা-মোংলা রেললাইনের কাজ

  তিন বছরেও নিজস্ব ভবন হয়নি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের

  নতুন ধারাবাহিক ‘ভাড়াবাড়ি বাড়াবাড়ি’

  সিরিজটি আমাদের জন্য একটা স্কুলিং ছিল

  আবারও টালিউডে মোশাররফ

  ছোট্ট ক্যারিয়ারে অনেক প্রাপ্তি

  ভিয়েতনামের ‘মননশীলতার পিতা’ হ্যন আর নেই

  রামেকে করোনা উপসর্গে দুজনের মৃত্যু

  আইপিএলের নিলামে সাকিব-মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি

  একের সঙ্গে হরেক