Alexa
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২

সেকশন

epaper
 

ইউপি সদস্যের পুকুর খননের অভিযোগ, লাখ টাকা জরিমানা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১১:০৩

প্রতীকী ছবি ফসলি জমিতে পুকুর খননের অভিযোগে চারঘাটের নবনির্বাচিত এক ইউপি সদস্যকে জরিমানা করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী অভিযান চালিয়ে ইউপি সদস্য সোহেল রানা ও তাঁর সহযোগীকে ১ লাখ টাকা জরিমানা করেন।

অভিযুক্ত সোহেল রানা উপজেলার নিমপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য।

স্থানীয়রা জানান, উপজেলার নিমপাড়া বিলে জমি লিজ নিয়েছেন সোহেল রানা। এরপর তাঁর সহযোগীদের নিয়ে ওই জমিতে ভেকু মেশিন দিয়ে কয়েক দিন ধরে পুকুর খনন করছেন। খননকৃত ওই পুকুরের চারপাশেই ফসলি জমি ও আমবাগান থাকায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা বাধা দিয়েছেন। কিন্তু তিনি প্রভাব খাটিয়ে খননকাজ অব্যাহত রাখেন। মাটি আনা-নেওয়ায় ট্রাক্টরগুলোর যাতায়াতের ফলে বিস্তীর্ণ ফসলি জমি নষ্ট হচ্ছে বলে অভিযোগ তাঁদের। এ নিয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানান তাঁরা।

অভিযোগ পেয়ে গত বুধবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়তি রানী কৈরী অভিযান চালান। এ সময় পুলিশের সহযোগিতায় খননকাজে জড়িত ইউপি সদস্য সোহেল রানা ও তাঁর সহযোগী হুমায়ুন কবিরকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত এবং তাঁদের ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত ইউপি সদস্য সোহেল রানা বলেন, ‘প্রায় সাত মাস ধরে বেকার বসে আছি। নির্বাচনে অনেক টাকা খরচ হয়েছে। এ জন্য বাধ্য হয়ে পুকুর খনন শুরু করেছিলাম। কিন্তু পুকুরের মাটি তো কাজেই লাগছিল। আমরা নিজে মাটি তো খাইনি কিংবা চীন দেশে রপ্তানি করিনি। অথচ আমাদের জরিমানা করা হয়েছে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী বলেন, ফসলি জমি নষ্ট করে পুকুর খননের দায়ে ইউপি সদস্য সোহেল রানা ও তাঁর সহযোগীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  পঠিতসর্বশেষ

  এলাকার খবর

   
   

  দোয়া সফলতার হাতিয়ার

  ফ্যাশনেবল ফিউশন

  নিরাপদ অভিবাসন নিয়ে কর্মশালা

  ঘাটাইলে গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ইটভাটা

  জরাজীর্ণ টিনের ঘরে ৩৮ বছর পাঠদান

  ৫ ইউপিতে আওয়ামী লীগের ৭ বিদ্রোহী

  দুর্নীতি রোধে জনসচেতনতা সৃষ্টিতে ডিসিদের সহযোগিতা চায় দুদক

  ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তিন বিভাগে বৃষ্টির আভাস

  ৭০০ এজেন্ট ব্যাংকিং আউটলেট চালুর মাইলফলক অর্জন করল ব্র্যাক ব্যাংক

  জীবন বীমার এমডিসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

  জাবিতে ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তদন্তে ইউজিসি, শিক্ষক সমিতির আপত্তি

  ওমিক্রন নিয়ে সংশয়ের মূল বর্ণবাদ, দাবি দ. আফ্রিকান বিজ্ঞানীদের