নতুন ধারাবাহিক নাটকের সেটে আল মামুন, মুনমুন আহমেদ ও তানভীর। নাটকের নাম ‘সংসার’। নির্মাতা হাবীব শাকিল ও ওমর উজ্জ্বল যৌথভাবে নির্মাণ করছেন নাটকটি। সম্প্রতি শুরু হয়েছে এ ধারাবাহিকের শুটিং। পারিবারিক গল্পের এ নাটকে আল মামুন, মুনমুন ও তানভীর অভিনয় করছেন তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে। শিগগিরই শুরু হবে ‘সংসার’-এর প্রচার।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে