বয়স ৮০ হলেও ভোটের আনন্দে তা বাধা হতে পারেনি রাবেয়া বেগমের জন্য। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডুমুরিয়ার আইয়ুব আলী বাড়ির এই নারী পক্ষাঘাতে আক্রান্ত। একা হাঁটাচলা করতে পারেন না। ছেলে মোহাম্মদ হারুনের কোলে চড়ে গতকাল বুধবার ভোট দিতে আসেন কেন্দ্রে।
রাবেয়া বেগমের অসুস্থতা দেখে দীর্ঘ লাইনে থাকা অন্য ভোটারেরা তাঁকে সুযোগ করে দেন। ছেলের হাত ধরে বুথে ঢুকে পছন্দের প্রার্থীর প্রতীকে সিল মেরে বেরিয়ে আসেন।
ছেলের কোলে চড়ে বাড়ি যাওয়ার পথে সকাল ১০টায় ডুমুরিয়া রূদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কথা হয় রাবেয়া বেগমের সাথে। তিনি বলেন, ‘ভোট আমানত। কষ্ট হলেও কেন্দ্রে এসে ভোট দিতে পেরেছি তাতেই খুশি। সামনে বাঁচি কী মরি জানি না। হতে পারে এটাই জীবনের শেষ নির্বাচন।’
রাবেয়া বেগম যখন ভোট দিয়ে বের হচ্ছিলেন তখন প্রতিদ্বন্দ্বী দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। রাবেয়া বেগম চেঁচিয়ে করে দুই পক্ষের বিবাদ থামানোর চেষ্টা করছিলেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে