নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে শিবচরে দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে তাঁদের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদের মধ্যে উপজেলার বন্দরখোলা ইউপির চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান সাদ্দাম খানকে (ঘোড়া) ৮০ হাজার টাকা, মো. আজহারুল ইসলামকে (টেলিফোন) ২০ হাজার টাকা এবং কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী মোহসেন উদ্দীন সোহেল বেপারীকে (আনারস) ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আগামী ৫ জানুয়ারি উপজেলার বন্দরখোলা ও কাঁঠালবাড়ী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এলাকায় প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে উঠান বৈঠক করার খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান বলেন, ‘শুক্রবার সন্ধ্যার পরে বন্দরখোলা ইউপিতে অনেক লোক নিয়ে বৈঠকরত অবস্থায় পেয়ে চেয়ারম্যান প্রার্থীদের জরিমানা করা হয়।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে