মাদারীপুর জেলার শিবচরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুর ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালিত হয়। গতকাল শনিবার সকালে শিবচর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে তাঁরা একই স্থানে একটি প্রতিবাদ সমাবেশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালীন সময়ে স্বাস্থ্যকর্মীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন। প্রতিটি হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট সংকট রয়েছে। এই কম জনবল নিয়েও সামনের সারিতে থেকে সেবা দিয়ে যাচ্ছেন তাঁরা। সেবা দিতে গিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলামকে খুন হতে হয়েছে।
এ সময় হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।
তাঁরা আরও বলেন, তুচ্ছ ঘটনায় ২৮ ডিসেম্বর দুপুরে প্রকাশ্যে ল্যাব টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে হত্যা করা হয়। ঘটনার পর চার দিন পার হলেও খুনি ধরাছোঁয়ার বাইরে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হত্যাকারীকে শনাক্ত করা হলেও অজ্ঞাত কারণে তাঁকে গ্রেপ্তার হচ্ছে না।
মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. গোলজার হোসেন স্বপনের সভাপতিত্বে উপজেলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্টেরা উপস্থিত ছিলেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে