বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় গত শুক্রবার শিশুটির বাবা বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় রাশেদুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। রাশেদুল দুপচাঁচিয়া পৌর এলাকার ধাপসুখানগাড়ী মহল্লার বাসিন্দা।
শিশুটির বাবা জানান, তিনি পেশায় ভ্যানচালক। স্ত্রী সন্তান নিয়ে কাহালু উপজেলায় নিজ গ্রামে বাস করেন। সম্প্রতি মেয়েকে নিয়ে দুপচাঁচিয়া উপজেলায় শ্বশুর বাড়ি বেড়াতে আসেন। গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে তাঁর মেয়েকে চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন রাশেদুল। পরে রক্তাক্ত অবস্থায় মেয়েটি তাঁদের কাছে ঘটনার বর্ণনা দেয়। তিনি আরও জানান, পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন আছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী আজকের পত্রিকাকে জানান, ধর্ষণের মামলার আসামি রাশেদুলকে গ্রেপ্তারের অভিযান চলছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে