ইউক্রেনের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ১০ হাজার রুশ সেনা স্থায়ী ছাউনিতে ফিরে গেছেন। অধিকৃত ক্রিমিয়া, রাশিয়ার দক্ষিণাঞ্চলের রোস্তভ ও কুবান অঞ্চলে প্রায় এক মাসের মহড়া শেষে তাঁরা ফিরে গেলেন।
পশ্চিম দিক ছাড়া ইউক্রেনের বাকি তিনদিকে রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে সম্প্রতি মস্কোর উত্তেজনা বাড়ে। এ অবস্থায় চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে দুটি চুক্তির খসড়া প্রস্তাব দেয় রাশিয়া। এতে চলমান অচলাবস্থার অবসান ঘটাতে ইউক্রেনকে ন্যাটোর সদস্য না করাসহ বিভিন্ন বিষয়ে ‘আইনত বাধ্যগত’ চুক্তির কথা বলা হয়।
জানুয়ারিতে জেনেভায় পক্ষগুলোর মধ্যে আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে। এ অবস্থায় সেনা অপসারণ পুতিনের তরফে সমঝোতার সবুজ সংকেত বলে মনে করছেন বিশ্লেষকেরা।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে