Alexa
মঙ্গলবার, ২৪ মে ২০২২

সেকশন

epaper
 

প্রচার বন্ধ করে কবর খননে শামশুল

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১২:০৯

কবর খনন করছেন শামশুলসহ কয়েকজন। ছবি: আজকের পত্রিকা নির্বাচনী প্রচারে গতকাল শুক্রবার বের হয়েছিলেন ইউপি সদস্য প্রার্থী শামশুল আলম। এ সময় গ্রামের বয়োবৃদ্ধ নারী ফাতেমা বেগমের মৃত্যুর খবর পান তিনি। প্রচার বন্ধ করে নেমে পড়েন কবর খননে। কাজ শেষ করে আবার বের হন প্রচারে।

জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী শামশুল আলম। তিনি প্রায় ২৭ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খননের কাজ করেন। শেষ বিদায়ের বন্ধু হিসেবে এলাকায় পরিচিত।

শামশুল বলেন, ‘ভোটে প্রার্থী হয়েছি বলেই নয়, সারা জীবন আমি এই কাজ করে যাব। মানুষের শেষ বিদায়ে সহযোগী হওয়ার চেয়ে পুণ্যের কাজ আর কিছু হতে পারে না। নিজের গ্রাম ডুমুরিয়া বা আশপাশের গ্রামে কেউ মারা গেলেই তাঁর ডাক পড়ে। ১৮ বছর বয়স থেকে মুরব্বিদের সঙ্গে মিলে কবর খননের হাতে খড়ি। সেই থেকে ৪৫ বছর জীবনে খনন করেছে শতাধিক কবর।’ বিনা পারিশ্রমিকে সেবার মানসিকতায় এই কাজ করেন বলে জানান তিনি।

শামশুল আলম আরও বলেন, এবারের নির্বাচনে টিউবওয়েল প্রতীকে ডুমুরিয়া থেকে নির্বাচন করছেন। কবর খননের কাজ শেষ করে গ্রামে অন্তত ১০ পাড়ায় গণসংযোগ করেছেন। ঘরে ঘরে গিয়ে মানুষের খবর নিয়েছেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  শ্রমিকের বদলে যন্ত্রের ব্যবহার কমেছে উৎপাদন খরচ

  বেকারি পণ্যের মূল্য দ্বিগুণ

  পণ্য নিয়ে জাহাজ আটকা

  যমুনায় বাড়ছে পানি, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চলের ফসলি জমি

  শত মিটারের যত ভোগান্তি

  দোকানে দখল আশ্রয়ণের জমি

  স্বামীর মৃত্যুর দুদিন পর মুমূর্ষু অবস্থায় হাসপাতালে স্ত্রী

  পরিবারের সবাইকে অচেতন করে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, থানায় মামলা

  আপিল করলেন হাজী সেলিম, চাইলেন জামিন 

  বাংলাদেশ থেকে অ্যাপোলো হসপিটালস হায়দরাবাদে সরাসরি ফ্লাইট চালু

  মাদারগঞ্জে তিন সহোদরকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের

  স্বামী-সতিনকে ফাঁসাতে শিশু সন্তানকে হত্যার অভিযোগ, আদালতে মামলা