Alexa
শনিবার, ০১ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

৩৫ বছরেও ঘুরেনি রিকশা চালক বদরুলের ভাগ্যের চাকা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০০:০৩

শীতের সকালে মৌলভীবাজার চৌমহনা পয়েন্টে রিকশা চালক বদরুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা দীর্ঘ ৩৫ বছর ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন মৌলভীবাজারের কমলগঞ্জের বদরুল ইসলাম। বয়স এখন তাঁর ৭০ এর বেশি। এই বয়সেও তাঁর বিশ্রামের সুযোগ নেই। কনকনে শীতেও তাঁকে বেরিয়ে পরতে হচ্ছে রিকশা নিয়ে। 

বদরুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, সংসারের স্বচ্ছলতা ফেরাতে তিনি কষ্ট করে যাচ্ছেন। এ বয়সে নতুন করে আর কিছু করা সম্ভব নয় তাই এই পেশাতেই থাকবেন তিনি। 

বদরুল ইসলামে জানিয়েছেন, স্ত্রী, দুই ছেলে নিয়ে চারজনের পরিবার। বড় ছেলে দিনমজুর, ছোট ছেলে লেখাপড়া করছে। 

বয়স্ক হওয়ার কারণে যাত্রীরা তাঁর রিকশায় চড়তে চায় না উল্লেখ করে বদরুল ইসলাম বলেন, ‘প্রতিদিনের আয় গড়ে ৩০০ টাকা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রিকশা চালাই। বয়সের কারণে যাত্রী পরিবহনে কষ্ট হয়। বয়স্ক হওয়ার কারণে যাত্রীরা রিকশায় চড়তে চায় না। রিকশা চালিয়ে যা আয় হয় তা থেকে মাসে তিন হাজার টাকা বাড়ি ভাড়া দিতে হয়। এছাড়া স্থানীয় একটি সমিতির কিস্তি দিতে হয় দৈনিক ১২০ টাকা। বাকি টাকা দিয়ে সংসারের খরচ চালাতে হয়।’ 

বদরুল ইসলাম আক্ষেপ করে বলেন, ‘বয়স হয়েছে অনেক, শরীরে আগের মতো শক্তি নেই। ঠিকমতো খাওয়াদাওয়া নেই। শীতের কাপড়ের অভাবে কষ্ট করতে হচ্ছে। কষ্ট নিয়েই আমাদের বেঁচে থাকতে হয়। সরকারি কোন সহায়তা পাইনি। গত বছর একটা পাতলা কম্বল দিয়েছিল সেটা দিয়ে শীত নিবারণ হয় না।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    পাকিস্তানের সংকটের নেপথ্যে

    চীন ঘুরে দাঁড়াবে, প্রবৃদ্ধি কমবে উন্নয়নশীল এশিয়ার কিছু দেশে: বিশ্বব্যাংক

    বাড়তি দামে ছোট ঈদের ফর্দ

    সিলেট বিএনপির অবস্থান কর্মসূচির অনুমতি বাতিল করল পুলিশ

    ৩২তম বিসিএস ফোরাম: সভাপতি শাহেদ, সাধারণ সম্পাদক জাকির

    যুগ্ম সচিবের ফেসবুক ‘হ্যাকার’ আল আমিন বিকাশের দোকানি