জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা বলেছেন, দক্ষ জনবল তৈরির মাধ্যমে বিদেশি দক্ষ জনশক্তিনির্ভরতা কমাতে হবে। আমরা এ লক্ষ্যে কাজ করছি। তিনি বলেন, বর্তমানে শুধু পোশাক খাতে ৫ থেকে ৭ লাখ বিদেশি জনবল কাজ করছেন। ফলে প্রচুর অর্থ বিদেশে চলে যাচ্ছে।
আজ রোববার রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২১’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
দেশে যেভাবে কর্মসংস্থান তৈরি হচ্ছে, সেই হারে দক্ষ জনবল তৈরি হচ্ছে না উল্লেখ করে দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশীয় মুদ্রা সাশ্রয় এবং অর্থনৈতিক সমৃদ্ধি টেকসই করতে বিদেশি দক্ষ জনশক্তির ওপর নির্ভরতা কমাতে হবে।
নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘আমার দেশের ছেলেরা বিদেশে কাজ করছেন। অথচ দেশে আমরা তাদের ভালো চাকরি দিতে পারছি না। তাই আমরা দক্ষ জনবল তৈরি করে বিদেশি দক্ষ জনবলনির্ভরতা কমাতে চাই।’
দুলাল কৃষ্ণ সাহা বলেন, দেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। এখানে অনেক জনবল দরকার। পোশাক ও চামড়াশিল্পেও অনেক কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। কিন্তু আমরা এখনো সেই হারে দক্ষ জনবল তৈরি করতে পারছি না।
দুলাল কৃষ্ণ বলেন, দক্ষ জনবল সৃষ্টি করা সম্ভব হলে প্রবৃদ্ধি আরও বাড়বে। দেশীয় সম্পদ ধরে রাখতে আরও এক কোটি দক্ষ জনবল দরকার। প্রবৃদ্ধি ধরে রাখতে হলে শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়াতে দেশের পোশাক খাতসহ সব খাতে দক্ষ জনবলের বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে