জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলের ২০২১-২২ অর্থবছরে আখমাড়াই শুরু হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৩টায় মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিপ অব পারসোনেল মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনিসুল আজম।
জিল বাংলা সুগার মিলের ৬৪তম মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আখ চাষি কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মান্নানসহ আরও অনেকে। আলোচনা সভা শেষে মিলের ডোঙায় আখ নিক্ষেপের মাধ্যমে আখমাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়।
উল্লেখ্য জিল বাংলা চিনিকলে এ বছর ৩ হাজার হেক্টর জমিতে ৪০ হাজার মেট্রিকটন আখমাড়াই করে তিন হাজার দুই শত মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে