স্বাধীনতার ৫০ বছরে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ ও বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা-বাগানে এর উদ্বোধন করা হয়।
বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, রাধাশ্যাম পাল, বাগান ব্যবস্থাপক প্রদীপ বর্মণ, ইউপি সদস্য ধনা বাউরী, বীর মুক্তিযোদ্ধা কুলচন্দ্র তাঁতী, প্রধান শিক্ষক সুজিত দেবনাথ, পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিক প্রমুখ, সাংবাদিক, বাগান পঞ্চায়েতসহ চা-শ্রমিকবৃন্দ।
মহান মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যরা বিশেষ অতিথি হিসেবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে