Alexa
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২

সেকশন

epaper
 

করোনায় অলিম্পিক শেষ আমেরিকান টেনিস তারকার

আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৬:২৭

করোনা আক্রান্ত হওয়ায় স্বপ্ন পূরণ হলো না আমেরিকান টেনিস তারকা কোকো গাফের। ছবি: টুইটার

করোনায় আক্রান্ত হয়ে ছিটকে গেলেন আরও এক অ্যাথলেট। ১৭ বছর বয়সী আমেরিকান টেনিস তারকা কোকো গাফের করোনা পজিটিভ হওয়ায় অংশ নেওয়া হচ্ছে না এবারের অলিম্পিকে।

গফ এবারের অলিম্পিকে অংশ নিলে ২০০০ সালের পর সবচেয়ে কম বয়সী টেনিস তারকা হিসেবে অলিম্পিকে খেলার কীর্তি গড়তেন। শেষ মুহূর্তে করোনা আক্রান্ত হওয়ায় অলিম্পিকে অংশ না নেওয়াদের তালিকাতেই পড়ে গেলেন।

গাফের আগে টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল আর সেরেনা উইলিয়ামসের মতো টেনিস তারকারা। এদের কেউই অবশ্য গফের মতো বাধ্য হয়ে নাম প্রত্যাহার করে নেননি, সেখানে গফ একরকম বাধ্য হয়ে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে। এক টুইট বার্তায় গাফ নিজেই অলিম্পিক থেকে নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘খুব হতাশা নিয়ে করোনা পজিটিভ হওয়ার কথা জানাচ্ছি। এই মুহূর্তে আর টোকিও অলিম্পিকে অংশ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।’

এবার হতাশ হলেও আশা ছাড়ছেন না গাফ। বাছাইয়ের ২৫ নম্বরে থাকা ১৭ বয়সী এই টেনিস তারকা মনে করেন, সামনে অলিম্পিকে অংশ নেওয়ার আরও সুযোগ তিনি পাবেন। গাফ বলছেন, ‘অলিম্পিকে আমেরিকার প্রতিনিধিত্ব করা আমার স্বপ্ন ছিল। আশা করছি ভবিষ্যতে স্বপ্নপূরণ করার আরও সুযোগ আসবে।’

 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  টিকা না নিলে ফরাসি ওপেনেও অনিশ্চিত জোকোভিচ

  জোকোভিচের ফেলে যাওয়া রাজ্যে নাদালের দাপুটে শুরু

  মেলবোর্ন ছেড়ে দুবাই যাচ্ছেন জোকোভিচ

  আদালতের রায়ে ‘অত্যন্ত হতাশ’ জোকোভিচ

  অস্ট্রেলিয়া ছাড়তেই হচ্ছে জোকোভিচকে

  শুনানির আগে এবার অস্ট্রেলিয়ায় আটক জোকোভিচ

  কর্ম জবস সিনিয়র এক্সিকিউটিভ নেবে

  আদমদীঘি ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

  ঝিকরগাছায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  র‍্যাবকে শেষ করে পুলিশকে ধ্বংস করছে সরকার: রিজভী

  ময়মনসিংহ মেডিকেলে আরও ৩ জনের মৃত্যু 

  জমিসংক্রান্ত বিরোধে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন