খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সারের উৎপাদন বৃদ্ধিতে জোর দিচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গতকাল শনিবার নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার প্রকল্প পরিদর্শন কালে এ কথা জানান তিনি।
এ সময় মন্ত্রী আরও বলেন, দেশে বছরে ইউরিয়া সারের চাহিদা ২৬ লাখ মেট্রিক টন। এর মধ্যে আমদানি করতে হয় প্রায় ১৬ লাখ মেট্রিক টন। আমদানি নির্ভরতা কমানো ও উৎপাদন বাড়ানোর জন্য নরসিংদীর পলাশ ও ঘোড়াশাল সার কারখানাকে একত্রিত করে ইউরিয়া সার উৎপাদনে নতুন প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই নির্ধারিত প্রকল্পটির উৎপাদনের যাবে বলে আশা প্রকাশ করছি।
ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালে বার্ষিক ৯,২৪, ০০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন পরিবেশবান্ধব একটি নতুন গ্রানুলার ইউরিয়া সার কারখানা স্থাপনের জন্য ‘ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প’ শীর্ষক প্রকল্পটি একনেকে অনুমোদন হয়। বর্তমানে প্রকল্পের কাজ প্রায় ৫৩% সম্পন্ন হয়েছে। অন্য কোনো ধরনের বাঁধা না আসলে প্রকল্পটি আগামী ২০২৩ এর ডিসেম্বর শেষ হবে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে