মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় যমুনার পানি ২০ সেন্টিমিটার কমে আজ (মঙ্গলবার) সকাল ৯টায় আরিচা পয়েন্টে বিপদসীমার ৯সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
জেলার অভ্যন্তরীন নদীগুলোর পানিও বাড়েনি। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে জেলার পাঁচ উপজেলার ৩৪টি ইউনিয়নে ৫০টি গ্রামের প্রায় ৫০হাজার মানুষ এখনো পানিবন্দি হয়ে আছে। ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠে পড়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, জেলায় এখন পর্যন্ত বন্যার্তদের জন্য ৬৭ মেট্রিকটন চাল, ১লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। দুর্গত মানুষের মাঝে সেগুলো দেয়া হচ্ছে। তবে দৌলতপুরের বানভাসী হাজার হাজার মানুষ ত্রান না পাওয়ার অভিযোগ করেছেন । দুপুরে দৌলতপুর, হরিরামপুর ও শিবালয় উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
শাহজাহান বিশ্বাস/মানিকগঞ্জ