২০১৯ বেশ ভালো ভাবেই কাটছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার। এই বছর সোনাক্ষীর মুক্তি পেয়েছে ৩ টি ছবি ‘কলঙ্ক’ এবং ‘খানদানি শাফাখানা’ নামক ছবি দুটি ছাড়াও ভারতের স্বাধীনতা দিবসে ‘মিশন মঙ্গল’ ছবিটি মুক্তি পেয়েছে এ নায়িকার।
সোনাক্ষী ছবিটি মুক্তির আগে প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত ছিলেন। এবার তিনি উড়াল দিয়েছেন জয়পুরে। সেখানে এই নায়িকা অংশ নেবেন ‘দাবাং থ্রি’ ছবির শুটিংয়ে। ছবির তৃতীয় লটের শুটিং হবে জয়পুরে। সালমান খান ও সোনাক্ষী অংশ নেবেন শুটিংয়ে।
আজকের পত্রিকা/এসএমএস