গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর ও রবির মূল কোম্পানি আজিয়াটা একীভূত হতে যাচ্ছে। এমন খবর প্রকাশ করেছে ইয়াহু ফাইন্যান্স।
ইয়াহু ফাইন্যান্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, কোম্পানি দুটি একীভূত হতে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এখন কিছুই চূড়ান্ত হয়নি। চুক্তি সম্পন্ন হতে পারে বছরের তৃতীয় প্রান্তিকে। একীভূত হলে টেলিনরের হাতে থাকবে ৫৬ দশমিক ৫ শতাংশ শেয়ার। আজিয়াটার দখলে থাকবে ৪৩ দশমিক ৫ শতাংশ শেয়ার।
ইয়াহু ফাইন্যান্স আরও জানিয়েছে, কোম্পানি দুটি একীভূত হলে এশিয়ার ৯ টি দেশের টেলিকম ব্যবসা তাদের দখলে চলে যাবে। তবে চুক্তি সম্পন্ন হওয়ার পরও বাংলাদেশে রবি আজিয়াটা স্বাধীনভাবে তাদের ব্যবসা পরিচালনা করবে বলে জানা গেছে।
আজকের পত্রিকা/এমআরএস