কালিহাতী উপজেলায় ডোবায় পুতুলকে গোসল দিতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলো- নাহিদ (৪) ও আবির (৪)।
সোমবার সকালে উপজেলার এলেঙ্গা পৌরসভার বানিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদ ওই এলাকার জাহিদ হোসেনের ছেলে ও আবির আবুবকরের ছেলে।
এলেঙ্গা পৌরসভার মেয়র নুরু-ই-আলম সিদ্দিকী জানান, সকালে পরিবারের সবার অজান্তে নাহিদ ও আবির খেলতে খেলতে বাড়ির পাশে ডোবায় যায়। এ সময় পানিতে খেলনা পুতুলকে গোসল দিতে গিয়ে পা পিছলে তারা ডোবায় পড়ে ডুবে যায়।
কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় দুজনের মরদেহ ভাসতে দেখা যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়।